ওরে নীল দরিয়া | Ore Neel Doriya | Key Lyrics

ওরে নীল দরিয়া
Ore Neel Doriya
কথা: মুকুল চৌধুরী
কণ্ঠ: আব্দুল জব্বার

ওরে নীল দরিয়া

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া (x2)
 
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়ফড়াইয়া রে (x2)
দারুণ জ্বালা দিবানিশি,
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া হায়রে
কি জানি কি করে
 
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখিহায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া
 
হইয়া আমি দেশান্তরী
দেশবিদেশে ভিড়াই তরী রে (x2)
নোঙর ফেলি ঘাটে ঘাটে,
নোঙর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে
 
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া
ওরে নীল দরিয়া,
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখিহায়রে
কান্দে রইয়া রইয়া,
ওরে নীল দরিয়া..
 

 

গানের কথাঃ ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া…
গীতিকারঃ মুকুল চৌধুরী,
সুরকারঃ আলম খান,
মূলশিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ সারেং বউ (১৬/০৬/১৯৭৮ইং),
শ্রেষ্ঠাংশেঃ ফারুক/কবরী প্রমুখ,
পরিচালকঃ আবদুল্লাহ আল মামুন।

Ore Neel Doriya Lyrics

ও রে নীল দরিয়া…আমায় দে রে দে ছাড়িয়া…
–Short Music–
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,কান্দে রইয়া রইয়া,
ও রে নীল দরিয়া,আমায় দে রে দে ছাড়িয়া,
–Short Music–
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,কান্দে রইয়া রইয়া,
ও রে নীল দরিয়া…
–Music–
কাছে মানুষ,দূরে থুইয়া…মরি আমি ধড়ফড়াইয়া রে…
দারুন জ্বালা দিবানিশি,
দারুন জ্বালা দিবানিশি,অন্তরে,অন্তরে…
আমার এতো সাধের মনবধুয়া হায়রে.কী জানি কী করে?
–Short Music–
ওরে সাম্পানের নাইয়া,আমায় দে রে দে ভিড়াইয়া,
–Short Music–
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,কান্দে রইয়া রইয়া,
ওরে নীল দরিয়া…
–Music–
হইয়া আমি দেশান্তরী…দেশ বিদেশে ভিড়াই তরী রে…
নোঙর ফেলি ঘাটে ঘাটে,
নোঙর ফেলি ঘাটে ঘাটে,বন্দরে,বন্দরে…
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে,সারেং বাড়ির ঘরে…
–Short Music–
এই না পথ ধরিয়া,আমি কতো না গেছি চলিয়া…
–Short Music–
একলা ঘরে মন বধুয়া আমার,রইছে পন্থ চাইয়া…
ও রে নীল দরিয়া,আমায় দে রে দে ছাড়িয়া…
–Short Music–
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,কান্দে রইয়া রইয়া,
ও রে নীল দরিয়া,আমায় দে রে দে ছাড়িয়া…
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *