ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা | Ore O Bashiwala Amar Ei Moner Jwala

ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা
Ore O Bashiwala Amar Ei Moner Jwala
ছায়াছবি: নরম গরম
কথা: আহমেদ জামান চৌধুরী
সুর: সুবল দাস
কণ্ঠ: কুমার বিশ্বজিৎ ও অঞ্জু ঘোষ

ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা

ওরে ও বাঁশিওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে আর পারিনা
[হায়রে পিরিত মানেই যন্ত্রণা]-২
ওরে ও মধুবালা তুমি যে গলার মালা
তোমায় ছাড়া বাঁচি না
[হায়রে পিরিত মানেই বাসনা]-২
বৈশাখে হলো দেখা লা লা লা লা
বর্ষাতে পরিচয় তু রু রু রু
বৈশাখে হলো দেখা বর্ষাতে পরিচয়
শরতে হলো প্রেম লাগে যে মধুময়
[করব কী বলো আমি হেমন্তে]-২
শীত বসন্ত তুমি বিনা কাটেনা
[হায়রে পিরিত মানেই যন্ত্রণা]-২
ওরে ও বাঁশিওয়ালা
তুমি যে গলার মালা
তোমায় ছাড়া বাঁচি না
হায়রে পিরিত মানেই বাসনা।
দিবসে ছবি আঁকি (সত্যি?)
নিশিতে স্বপনে (আহা!)
দিবসে ছবি আঁকি নিশিতে স্বপনে
মিশে আছো তুমি জীবনে মরণে
[এই প্রেমের বলো হবে কী পরিণাম]-২
প্রেমের পরিণাম ভেবে কেউ প্রেম করে না
[হায়রে পিরিত মানেই যন্ত্রণা]-২
ওরে ও বাঁশিওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে আর পারিনা
হায়রে পিরিত মানেই যন্ত্রণা
ওরে ও মধুবালা তুমি যে গলার মালা
তোমায় ছাড়া বাঁচি না
হায়রে পিরিত মানেই বাসনা
না না না পিরিত মানেই যন্ত্রণা
হায়রে পিরিত মানেই বাসনা
হায়রে পিরিত মানেই যন্ত্রণা
হায়রে পিরিত মানেই বাসনা।

 

Ore O Bashiwala Amar Ei Moner Jwala

 

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *