ওগো রাত তুমি ঝড়কে বলো না গিয়ে
Ogo Rat Tumi Jhor Ke Bolona Giye
কথা: শ্রীমন্ত্র ভট্টাচার্য
সুর: পশুপতি ভট্টাচার্য
শিল্পী: কুমার শানু
Ogo Rat Tumi Jhor Ke Bolona Giye
কথা: শ্রীমন্ত্র ভট্টাচার্য
সুর: পশুপতি ভট্টাচার্য
শিল্পী: কুমার শানু
ওগো রাত তুমি ঝড়কে বলোনা গিয়ে
আজ এই মায়া রাতে প্রলয় ঝড়ে
যেন তার কোন স্মৃতি মনে না পরে
ওগো রাত ওগো রাত ওগো রাত।
ক্লান্ত মনের মাঝে
তার স্মৃতি ভরে আছে
অশান্ত জোয়ারে নদী
অকূলে ভাসায় যদি
নীরবে সেই ব্যথা আজ
দুচোখে ঝরে।
আজ এই মায়া রাতে প্রলয় ঝড়ে
যেন তার কোন স্মৃতি মনে না পরে
ওগো রাত ওগো রাত ওগো রাত।
প্রদীপের আলো ছেড়ে
চাঁদেরই আশায়
ছুটে কি লাভ হল
ভাবি হতাশায়
ভ্রান্ত মনের মাঝে
তার কথা বুকে বাজে
যারে আজ ভুলে যেতে চাই
আনমনে তারে খুঁজে যাই
ঘুম চোখে সে কেন আজ
স্বপ্নে ভরে ;
আজ এই মায়া রাতে প্রলয় ঝড়ে
যেন তার কোন স্মৃতি মনে না পরে
ওগো রাত ওগো রাত ওগো রাত।
ওগো রাত তুমি ঝড়কে বলোনা গিয়ে
আজ এই মায়া রাতে প্রলয় ঝড়ে
যেন তার কোন স্মৃতি মনে না পরে
ওগো রাত ওগো রাত ওগো রাত।