ওগো দয়াল তুমি বিনে এই জগতে আমার নাই কোন আর ভরসা | Ogo Doyal Tumi Bine Ei Jogote Nai Kono Ar Vorosha

Ei Jogote Nai kono Vorosha গীতিকার : হাসান মিয়া চিশতী নিজামী শিল্পী: লাল মিয়া
ওগো দয়াল তুমি বিনে
এই জগতে আমার নাই কোন আর ভরসা
খাজা ইসরাইল শাহ
আমার দুই কুলের-ই ভরসা
ওরে খাজা ইসরাইল শাহ
পড়লাম হাদিস আর কোরান
তাতে ঠিক হয় নাই ঈমান
তারপর ধরলাম তরিকার নিশান
দয়াল আমার মাঝে ডুবে আমি
দয়াল পাইয়াছি তোমার দিশা
খাজা ইসরাইল শাহ
আমার দুই কুলের-ই ভরসা
ওরে খাজা ইসরাইল শাহ
আমার লা মোকাম ধরে
যখন গেলাম ভেতরে
ওগো দেখি নজরও করে
দয়াল সত্তুর হাজার পর্দার-ই আড়ে
আমার ক্বলবে তুমি বসা
খাজা ইসরাইল শাহ
আমার দুই কুলের-ই ভরসা
ওরে খাজা ইসরাইল শাহ
ডুবে নাসুত দরিয়ায়
গেলাম দরিয়ার তলায়
ওগো দেখি আল্লাহ নাই সেথায়
ওগো কুলবে বিল মমিনের ঘরে
বুঝি তোমারই যাওয়া আসা
খাজা ইসরাইল শাহ
আমার দুই কুলের-ই ভরসা
ওরে খাজা ইসরাইল শাহ
যারে হাসান ডাকতেছ
সেতো তোমারই অংশ
ওগো তারে সেফাতে রাখছো
যখন চুন হলুদে মিশে যাবে
তখন হাসান নয় সে
ইসরাইল শাহ
খাজা ইসরাইল শাহ
আমার দুই কুলের-ই ভরসা
ওরে খাজা ইসরাইল শাহ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *