ওই শোন পাখিও বলছে কথা
Oi shono pakhira sob bolche kotha
ছায়াছবি: চোখের আলোয়
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
শিল্পী: বাপ্পী লাহিড়ী/কবিতা কৃষ্ণমূর্তি
ওই শোন পাখিও বলছে কথা,
একি কথা বলছে সে বারবার,
এইতো এসেছে দিন ভালবাসবার,
এইতো এসেছে দিন ভালবাসবার।।
রোদ মাখা এই নির্জনে আজ,
কোন্ আলো লাগলো যে মনে আজ।।
স্বপ্নের রূঢ় চিঠি;
কে লিখেছে চোখেতে আমার।
এইতো এসেছে দিন ভালবাসবার।।
ওই শোন পাখিও বলছে কথা
একি কথা বলছে সে বারবার
এইতো এসেছে দিন ভালবাসবার।।
যা কিছু পড়ছে চোখে
লাগছে তা ভারি সুন্দর,
তোমার পরশ ছাড়া ;
চাইছে না কিছু অন্তর।
প্রেম আমি কাকে বলে বুঝিনা,
ভালোবাসা কার নাম জানিনা।।
শুধু জানি জাগো ওঠে
সব ভালো তোমার আমার।
এইতো এসেছে দিন ভালোবাসবার।।
ওই শোন পাখিও বলছে কথা
একই কথা বলছে সে বার বার
এই তো এসেছে দিন ভালোবাসবার।।