এ ভাঙা বসন্ত বেলায়
E Bhanga Basanta Belay (1972)
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: নচিকেতা ঘোষ
কণ্ঠ: শিপ্রা বসু
[এ ভাঙা বসন্ত বেলায়
মন নিয়ে আর কি হবে!
মনের খেলায়]-২
[চৈত্রের ঝরা পাতার গানে
কী যে সুর বাজে আমার প্রাণে]-২
কী ভুলে খুঁজে বেড়ায় মধু
ঝরানো এই যে ফুলের মেলায়
এ ভাঙা বসন্ত বেলায়
মন নিয়ে আর কি হবে!
মনের খেলায়
এ ভাঙা বসন্ত বেলায়।
[নেই আর সেই সে আলো আশা
নেই সেই তোমার ভালোবাসা]-২
ডেকোনা আমায় তুমি বঁধু
যাক দিন তোমার অবহেলায়
এ ভাঙা বসন্ত বেলায়
মন নিয়ে আর কি হবে!
মনের খেলায়
এ ভাঙা বসন্ত বেলায়।