এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে | Ei Bishwa Bagane Shai Niranjane | কবি জালাল উদ্দিন খাঁন

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
Ei Bishwa Bagane Shai Niranjane
কবি জালাল উদ্দিন খাঁন
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়া ফুটাইল ফুল ।
আদমকে নিষেধ করে গন্দম খেওনা,
গন্দমকে হুকুম দিল পিছু ছেড়না ।
বুঝিতে আজ তাঁর বাহানা সংসারে এই গন্ডগোল ।।
যে গন্দম খেয়ে আদম হইল গোনাগার,
আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার।
হজরত আদম হাওয়া সেই গন্দম এই হলো কথার মূল ।।
হাওয়া গন্দম ছিঁড়ে জখন বেহেস্তেখানায়,
তিন ফোঁটা খুনজারি তখন হইয়া যায়।
এক ফোঁটা দিয়া মানুষ গড়িয়া ভরেছে দুনিয়ায় কোল।।
গন্দমের আঁঠা দিয়া বানায়ে লাল কালি,
ছাপাখানার ঘরে কোরান দিতেছে তালি।
আসল যদি বলি মুনসি মোল্ল বলবে বাতুল।।
গন্দমের বাহানা করে পাঠায় সংসারে,
মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে।
কোরান ছাপায় কোরান ধরে লাগছে বিষম হুলস্তুল।।
কবি জালাল উদ্দিন ভাবতে ভাবতে হয়ে পেরেশান,
গন্দম গাছের তলে গেল পাইয়া ময়দান।
গিয়া সেথায় পরিয়া ঘুমায়,
নেশার ঝোঁকে ভাঙেনা ভুল ।।
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে ।
মানুষ দিয়া ফুটাইল ফুল ।।
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে | Ei Bishwa Bagane Shai Niranjane | কবি জালাল উদ্দিন খাঁন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *