এ কী বিষম পিরিতে পুড়ি – লিরিক্স | E Ki Bishom Pirite Puri – Lyrics

এ কী বিষম পিরিতে পুড়ি
E Ki Bishom Pirite Puri
এ্যালবাম: বনমালী
ছায়াছবি: কে অপরাধী
কথা ও সুর: মাহমুদ জুয়েল
শিল্পী: ডলি সায়ন্তনী
এ কী বিষম পিরিতে পুড়ি
কী পিরিতি সই?
বন্ধ মনের তালা
চাবি আছে কই
বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতি সই?
বন্ধ মনের তালা
চাবি আছে কই?
চাবি নিয়ে মন
বন্ধুয়া থাকে দূরে
উথালপাতাল মন
পথ চেয়ে রই ঐ।
এ কী বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতে পুড়ি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
চাবি নিয়ে মন
বন্ধুয়া থাকে দূরে।
উথালপাতাল মন
পথ চেয়ে রই।
বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
(ধিকিধিকি নাকা তিনা
না তিনা তিনা
ধিকিধিকি নাকা তিনা)
অন্তর জ্বলে শুধু ধিকিধিকি,
জল দিলে নেভেনা হলো এ কি।।
ও আমি কইতেও পারিনা
সইতেও পারিনা
পাগলিনী হয়ে তার পথ চেয়ে রই।
শুধু পথ পানে চেয়ে রই।
এ কী বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতে পুড়ি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
চাবি নিয়ে মন
বন্ধুয়া থাকে দূরে।
উথালপাতাল মন
পথ চেয়ে রই।
বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
(ধিকিধিকি নাকা তিনা
না তিনা তিনা
ধিকিধিকি নাকা তিনা)
চিরদিন রেখ মনে এ পিরিতি,
বন্ধু তোমার কাছে এ মিনতি।।
ও আমি জাত কুল বুঝিনা
লোক লাজ মানিনা
শুধু জানি একদিন আসবে গো সই
তাইতো পথ পানে চেয়ে রই।
এ কী বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতে পুড়ি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
চাবি নিয়ে মন
বন্ধুয়া থাকে দূরে।
উথালপাতাল মন
পথ চেয়ে রই ঐ।
এ কী বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
চাবি নিয়ে মন
বন্ধুয়া থাকে দূরে।
উথালপাতাল মন
পথ চেয়ে রই।
বিষম পিরিতে পুড়ি
এ কী পিরিতি সই ?
বন্ধ মনের তালা
চাবি আছে কই ?
ধিকিধিকি নাকা তিনা
না তিনা তিনা
ধিকিধিকি নাকা তিনা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *