এসো বাংলাকে ভালোবাসি | Esho Banglake Bhalobashi | Asif Akbar

শিরোনামঃ এসো বাংলাকে ভালোবাসি
শিল্পীঃ আসিফ আকবর
অ্যালবামঃ কিছু ভূল কিছু স্মৃতি
সুরকারঃ রাজেশ ঘোষ
গীতিকারঃ প্রদীপ সাহা
Song : Esho Banglake Bhalobashi Singer : Asif Akbar Lyric : Pradip Saha Tune & Music : Rajesh Ghosh Album : Kichu Bhul Kichu Smrity Label : Central Music and Video [CMV] Released Date : 30-03-2008
আমি দেখিনি ৫২’র ভাষা যুদ্ধ
শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস,
আমি দেখিনি ৭১’এর যুদ্ধ
দেখিনি মুক্তির জয় উল্লাস।
আমি শুনেছি রবি নজরুল এর গান
শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ,
জাগো দেশবাসী ভুলে রেষারেষি
বাংলার মুখে ফুটাই হাসি
এসো বাংলাকে ভালোবাসি।।
চেতনায় উকি দেয় শহীদের স্বপ্ন সুখ শান্তি ধাররায়,
যেতে হবে বহু দূর চলো যাই এগিয়ে নব সম্ভাবনায়,
তুমি দুঃখ করোনা ও বাংলা মা
শত্রু তোমার বুকে ঠাই পাবেনা।
জাগো দেশবাসী ভুলে রেষারেষি
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালোবাসি।।
অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা এ আমমা অধিকার,
শান্তির জয় হোক দুর্নীতি দুর হোক
এখনই সময় তার।
তুমি ভাবনা করোনা ও বাংলা মা
বীর বাঙালী পরাজীত হবেনা।
জাগো দেশবাসী ভুলে রেষারেষি
বাংলার বুকে ফুটাই হাসি
এসো বাংলাকে বালোবাসি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *