এসো জঙ্গীবাদ আবাদ না করে
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
এসো জঙ্গীবাদ আবাদ না করে
সঙ্গীবাদের চাষ করি
সঙ্গীতের ভঙ্গীতে সবাই
একসাথে বাস করি
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে
এসো বলি একবার
এ দেশ তোমার আমার
এ মাটি তোমার আমার
পৃথিবী তোমার আমার
এ আকাশ তোমার আমার।।
তোমার আমার তোমার আমার।
শুধু ধর্মের গুনগান করে,
মানবতা অপমান করে,
লাভ কি বলো কর্ম,
ধর্মের জন্য মানুষ নয়,
মানুষের জন্য এই ধর্ম।।
রবি,নজরুল,হাসন,লালন,
মনেপ্রাণে করেছেন লালন।।
গেয়েছেন বারবার
এ দেশ তোমার আমার
এ মাটি তোমার আমার
পৃথিবী তোমার আমার
এ আকাশ তোমার আমার।
তোমার আমার তোমার আমার।
এসো দুর্নীতিটা দেই ইতি,
হানাহানি ঐ ভয় ভীতি,
দেশপ্রীতি দিয়ে শেষ করি,
স্বাধীনতার ঐ মন্ত্র নিয়ে,
হাতে হাত রেখে এই দেশ গড়ি।।
মুক্তিযুদ্ধের ঐ স্মৃতি,
উদ্বুদ্ধের ঐ গীতি।।
সুরে বলি আবার।
এ দেশ তোমার আমার
এ মাটি তোমার আমার
পৃথিবী তোমার আমার
এ আকাশ তোমার আমার।
তোমার আমার তোমার আমার।