এসব দেখি কানার হাট বাজার | Esob Dekhi Kanar Hat Bazar | Key Lyrics

এসব দেখি কানার হাট বাজার

Esob Dekhi Kanar Hat Bazar

ফকির লালন সাঁই

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার।

এসব দেখি কানার হাট বাজার।।

এক কানা কয় আর এক কানারে

চল এবার ভবো পারে

নিজে কানা পথ চেনে না

পরকে ডাকে বারং বার।।

পণ্ডিত কানা অহংকারে

মোড়ল কানা চোগলখোরে।

সাধু কানা অন বিচারে

আন্দাজে এক খুঁটি গাড়ে

জানে না সীমানা কার।।

কানায় কানায় ওলামেলা

বোবাতে খায় রসগোল্লা।

তেমনি লালন মদনা কানা

ঘুমের ঘোরে দেয় বাহার।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *