এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর
Emon Sundor Tor Deho Mosjid Ghor
খালেক দেওয়ান
এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর
খালি ফেলে কভু রেখো না
এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে
কাতরে করো তাঁহার প্রার্থণা ।।
চৌদিকে ইমাম দিতেছে আযান
একজনের নাম গায়
কপাট দিয়া ঘরে দ্যাখনা ধিয়ান করে
এই যে দেহ মিনারায়
আমার দীনের নবী মোস্তফায়
পর্বত হেরায় পেয়েছিল তার নিশানা
এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে
কাতরে করো তাঁহার প্রার্থণা ।।
তোমারে হৃদয়ের ডাকে
যদি খুশি থাকে হৃদয়েরই মহাজন
আপনার বুলি কও পরাণ খুলি
কেন হয় ভাষার প্রয়োজন
কাতরে বেদন জানাবে যে জন
বঞ্চিত কভু তাহারে করে না
এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে
কাতরে করো তাঁহার প্রার্থণা ।।
হস্ত আর পদ করোরে ধৌত
চক্ষু কর্ণ নাশিকায়
দান সু ভ্রমণ, সুকথা শ্রবণ, সুদর্শন সদভাষায়
মন পরিষ্কার হইলে তোমার আমার
অযুর আর দরকার লাগে না
এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে
কাতরে করো তাঁহার প্রার্থণা ।।
ষড় ঋপুগণ করোরে দমন
নফস এই দেহের রাজা
নফসে করিলে অত্যাচার
করো তারে সুবিচার
জ্ঞান অস্ত্রে দিও তারে সাজা
দেওয়ান খালেক কয় বেবুজা
তোর নফস হইলে সোজা
রোযার আর দরকার লাগে না
এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে
কাতরে করো তাঁহার প্রার্থণা ।।