এমন শ্যামল বরণ রুপে
Emon Shyamol Boron Rupe
গীতিকারঃ বাউল ক্বারী আমীর উদ্দিন
এমন শ্যামল বরণ রুপে, বাঁকা ঠুঁটের হাঁসি
ভাঙ্গিমাখা চাহনীতে, মন করলে উদাসী।
দুই আঁখি সাজাইলে দিয়া’ রুপসী কাজল
মারিয়া পিরীতের নেছ ,করেছো পাগল
রুপের কন্যা লো…….
রুপের কন্যা লো’
ও তোর ভরা যৌবন গায়
অপরুপ দেখাইয়া পাগল, করিলে আমায়
রুপের কন্যা লো।।
রুপের কন্যা লো…..
জবা কুসুম তৈলে তোমার,
দীর্ঘ কালো কেশ
মধুর মিলন শাড়ি পিনছো,
দেখতে লাগে বেশ।
ময়ুরের পেখম ধরিয়া’ চলো খেমটা তালে
টুকটুকে লাল করেছো,কুমকুম দিয়া গালে।।
রুপের কন্যা লো’
ও তোর ভরা যৌবন গায়
অপরুপ দেখাইয়া পাগল, করিলে আমায়
রুপের কন্যা লো।।
রুপের কন্যা লো…..
যৌবন সাগরে তোমার, উঠছে রসের ঢেউ
প্রেমের ফাঁসি লাগবে গলে,
দেখলে রসিক কেউ।
যৌবন বাগানে তোমার, ফুটছে নতুন ফুল
আমীর উদ্দিন তোমার লাগি, হইয়াছে আকুল।।
রুপের কন্যা লো
রুপের কন্যা লো’
ও তোর ভরা যৌবন গায়
অপরুপ দেখাইয়া পাগল, করিলে আমায়
রুপের কন্যা লো।।