এমন মানব সমাজ কবে গো সৃজন হবে | Emon Manob Somaj Kobe Go Srijon Hobe | Key Lyrics

এমন মানব সমাজ কবে গো সৃজন হবে

Emon Manob Somaj Kobe Go Srijon Hobe

যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান

জাতি-গোত্র নাহি রবে। 

এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।।

শুনায়ে লোভের বুলি,

নেবে না কেউ কাঁধের ঝুলি,

ইতর আতরাফ বলি,

দূরে ঠেলে নাহি দেবে।।

আমির-ফকির হয়ে একঠাই।

সবার পাওনা পাবে সবাই।

আশরাফ বলিয়া রেহায়

ভবে কেহ নাহি পাবে।।

ধর্ম, কুল, আর গোত্র, জাতির, 

তুলবে না গো কেহ জিকির,

কেঁদে বলে লালন ফকির,  

কে মোরে দেখায়ে দেবে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *