এবার আমার উমা এলে | Ebar Amar Uma Ele | আগমনী

এবার আমার উমা এলে
Ebar Amar Uma Ele
আগমনী
রামপ্রসাদী গান

এবার আমার উমা এলে,

আর উমায় পাঠাবো না।

আমায় বলে বলুক লোকে মন্দ,

কারো কথা শুনবো না।

যদি আসে মৃত্যুঞ্জয়,

উমা নেবার কথা কয়,

মায়ে-ঝিয়ে করব ঝগড়া,

জামাই বলে মানব না।

দ্বিজ রামপ্রসাদ কয়,

এ দুঃখ কি প্রাণে সয়,

শিব শ্মশানে-মশানে ফেরে,

ঘরের ভাবনা ভাবে না।

এবার আমার উমা এলে,

আর উমায় পাঠাবো না।

রামপ্রসাদী গান  | রাগিনী পিলুবাহার | তাল যৎ



এবার আমার উমা এলে

এইবার আমার উমা এলে

আর উমারে পাঠাব না

আর উমারে পাঠাব না

এবার আমার উমা এলে


বলে বলবে লোকে মন্দগিরি

বলবে লোকে মন্দগিরি

কারো কথা শুনব না গো


अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि

विश्वविनोदिनि नन्दिनुते

अयि गिरिनन्दिनि


যদি এসে মৃত্যুঞ্জয় আমার কাছে

এসে মৃত্যুঞ্জয় আমার কাছে

উমা নেবার কথা কয়


गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि

विष्णुविलासिनि जिष्णुनुते

अयि गिरिनन्दिनि

আমরা মায়ে-ঝিয়ে করব ঝগড়া

জামাই বলে মানব না গো

এবার আমার উমা এলে

এইবার আমার উমা এলে


দ্বিজরামপ্রসাদ ভবগিরি

রামপ্রসাদ ভবগিরি

এ দুঃখ কি প্রাণে সয়?

দ্বিজরামপ্রসাদ ভবগিরি

এ দুঃখ কি প্রাণে সয়?

শ্মশানে-মশানে ফেরে জামাই

শ্মশানে-মশানে ফেরে জামাই

ঘরের ভাবনা ভাবে না গো

এইবার আমার উমা এলে


अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि

विश्वविनोदिनि नन्दिनुते

अयि गिरिनन्दिनि

जय जय हे महिषासुरमर्दिनि

जय जय हे महिषासुरमर्दिनि

रम्यकपर्दिनि शैलसुते

এবার আমার উমা এলে (अयि गिरिनन्दिनि)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *