এত যে শোনাই গান | Eto Je Shonai Gaan | Lyrics

এত যে শোনাই গান
Eto Je Shonai Gaan
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
গায়ক: শৈলেন মুখোপাধ্যায়
[এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া]-২
ফাগুনের কত চিঠি পেয়েছি জীবনে,
পরম লগন আজও হয়নি পাওয়া
এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া।
দু’চোখে শুধুই নামে ঘুমের আবেশ
এখনও পাইনি তবু স্বপ্নের দেশ
প্রবাল দ্বীপের সেই তীর ছুঁয়ে মোর
মনের তরণী আজও হয়নি বাওয়া।
পরম লগন আজও হয়নি পাওয়া
এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া।
[কবে এই ভালো লাগা ভালোবাসা হবে,
রূপের মাধুরী আরো অপরূপ হয়ে রবে]-২
যেদিন চামেলি শুধু রবে না বনে
সুরভি ছড়ায়ে যাবে আমার মনে
সেদিন নয়ন মেলে মনে হবে মোর
কখনো এমন করে হয়নি চাওয়া
পরম লগন আজও হয়নি পাওয়া
এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *