এত গয়না বেটি কোথায় পেলি
Eto Goyna Beti Kothay Peli
আগমনী গান
শিল্পী: Ramkumar Chattapaddhay
এত গয়না বেটি কোথায় পেলি?
সিংহীর উপর ধিঙ্গী হয়ে বাপের বাড়ি চলে এলি!
অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটেনা
তবে এত বড়াই কেন পরে বেনারসী শাড়ি?
শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে সিঁদ কাটে
ভক্তের সঞ্চিত ধন তাই পরে বাহ্বা নিলি?
ছেলে দু’টোর নড়া ধরে, এনেছিস্ মা কেমন করে!
এরা কি তোর সতীনপো মা কোন গেঞ্জি দু’টো কিনে দিলি?
গয়নার আসল নকল যায় না চেনা বোধ হয় ওসব কেমিক্যালই!