এতো কষ্ট কেন বুকে
Eto Koshto Keno Buke
কথা: মুনশী ওয়াদুদ
সুর: দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
শিল্পী: অভিজিৎ ভট্টাচার্য
ও কবিতা কৃষ্ণমূর্তি
[এতো কষ্ট কেন বুকে,কষ্ট কেন বুকে
কাছে এলে কষ্ট,দূরে গেলে কষ্ট
অশ্রু ঝরে দু’চোখে]-২
এতো কষ্ট কেন বুকে?
[আকাশের বুকে মেঘ জমা না হলে,
কখনো কি এ মাটি ভিজতো জলে]-২
[দুজনেই তাই কষ্টই পাই]-২
আরো কাছে পাবার সুখে
এতো কষ্ট কেন বুকে?
[এই বুকে এতো প্রেম ছিলো যে জমে,
জ্বলে জ্বলে বুঝলাম তোমারি প্রেমে]-২
[এভাবেই তাই জ্বলতেই চাই]-২
ভালোবেসে হাসিমুখে
[এতো কষ্ট কেন বুকে,কষ্ট কেন বুকে
কাছে এলে কষ্ট,দূরে গেলে কষ্ট
অশ্রু ঝরে দু’চোখে]-২
এতো কষ্ট কেন বুকে?