এক হৃদয়হীনার কাছে | Ek Hridoyhinar Kache | রফিকুল আলম

এক হৃদয়হীনার কাছে
Ek Hridoyhinar Kache
কথা: আব্দুল হাই আল-হাদী
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: রফিকুল আলম
 
 
[এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে?]-২
সে আছে নিজকে নিয়ে
আমি তো আপন দোষে পেলাম শুধু অথৈ যন্ত্রণা
[এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে?]-২
সে তো যাবে চলে,সবই যাবে ভুলে
নিঠুর সে সজনী
আমি যাবো কেঁদে,তারেই সেধে সেধে
জেগে শুধু রজনী নীরবে নীরবে
[এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে?]-২
হৃদয় দেয়া ছলে হৃদয় গেছে দলে
আমি তো মরেছি পাথর ভালোবেসে
চোখে অবশেষে নদীকে ধরেছি মরেছি মরমে
[এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে?]-২
সে আছে নিজকে নিয়ে
আমি তো আপন দোষে পেলাম শুধু অথৈ যন্ত্রণা
[এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে?]-২

 

 

গানের কথাঃ এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে?
গানঃ আধুনিক,
গীতিকারঃ আব্দুল হাই আল-হাদী,
সুরকারঃ আলাউদ্দীন আলী,
মূলশিল্পীঃ মোঃ রফিকুল আলম,
—————
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?

সে আছে নিজকে নিয়ে…
আমি তো আপন দোষে পেলাম শুধু অথৈ যন্ত্রণা…
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?

সে তো যাবে চলে,সবই যাবে ভুলে,নিঠুর সে সজনী…
আমি যাবো কেঁদে,তারেই সেধে সেধে,
জেগে শুধু রজনী নীরবে…নীরবে,
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?

হৃদয় দেয়া ছলে,হৃদয় গেছে দলে,আমি তো মরেছি…
পাথর ভালোবেসে,চোখে অবশেষে,
নদীকে ধরেছি…মরেছি…মরমে,
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?

সে আছে নিজকে নিয়ে…
আমি তো আপন দোষে পেলাম শুধু অথৈ যন্ত্রণা…
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?
এক হৃদয়হীনার কাছে,হৃদয়ের দাম কী আছে?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *