একের ঘরে থাকে মনের মনমহাজন
Eker Ghore Thake Moner MonMohajon
যামিনী গীতি
একের ঘরে থাকে মনের মনমহাজন।।
খুঁজে দেখ কোন্ ঘরের কোন্।।
কোঠায় বসে দেয় উজল।
একের ঘরে থাকে মনের মনমহাজন।।
একে একে এগারো পণ হয়,
দুই দুই যোগ করনে সমান সমান রয়।।
(ওরে)স্থূল মূলে ভুল যদি হয়।।
পাবেনা সাধনের ধন
একের ঘরে থাকে মনের মনমহাজন।।
পঞ্চরসে রসিক যেজনা,
মাটির দেহ পাকা করেও হয় কাঁচা সোনা।।
(ওরে)আগুন,মাটি জং ধরেনা।।
যদি মনে মনে হয় মিলন।
একের ঘরে থাকে মনের মনমহাজন।।
গুরু বিনে এই ভবের পরে,
বন্ধু হয়ে সঙ্গের সাথি,আর কেউ না হবে।।
(পাগল)যামিনীর কি হইবে।।
ভাবতে ভাবতে যায় জীবন
একের ঘরে থাকে মনের মনমহাজন।।
খুঁজে দেখ কোন্ ঘরের কোন্।।
কোঠায় বসে দেয় উজল।
একের ঘরে থাকে মনের মনমহাজন।।