একূল ওকূল দুকূল মনের
E Kul O Kul Du Kul Moner
গীতিকার: দেবপ্রসাদ চক্রবর্তী
সুরকার: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: মান্না দে
একূল ওকূল দুকূল মনের
[ভাসাও বারে বার]-২
ছন্দ সুরে হৃদয়বীণায়
[তুলেছো ঝংকার]-২
কবিগুরু রবীন্দ্রনাথ
প্রণাম প্রণাম
[তোমায় প্রণাম শতবার]-২
[তোমার লেখার অভিধানে
এই জীবনের পেলাম মানে
একলা চলার শক্তি তুমি
দিলে প্রাণে গানে গানে]-২
[সবার মনে তোমার আসন
বিপুল পূর্ণতার]-২
কবিগুরু রবীন্দ্রনাথ
প্রণাম প্রণাম
[তোমায় প্রণাম শতবার]-২
[সুখে দুখে অনুভূতির ভাষা দিলে তুমি
চলার পথে ছায়া-শীতল বাসা দিলে তুমি]-২
[যেখানে যাই যেদিকে চাই
আপন করে তোমাকে পাই,
তোমার সুরের অর্ঘ্য দিয়ে
পূজার ডালা সাজিয়ে যাই]-২
[তোমার মাঝেই খুঁজে পেলাম
তুলনা তোমার]-২
কবিগুরু রবীন্দ্রনাথ
প্রণাম প্রণাম
[তোমায় প্রণাম শতবার]-২
একূল ওকূল দুকূল মনের
[ভাসাও বারে বার]-২
ছন্দ সুরে হৃদয়বীণায়
[তুলেছো ঝংকার]-২
[কবিগুরু রবীন্দ্রনাথ
প্রণাম প্রণাম
তোমায় প্রণাম শতবার]-২
[তোমায় প্রণাম শতবার]-২