একা থাকা ছিল ভাল – Eka Thaka Chhilo Valo

 একা থাকা ছিল ভাল

Eka Thaka Chhilo Valo
Movie: बेवफा सनम
Bewafa Sanam (1995)
শিল্পী: সোনু নিগম (सोनू निगम)
হায় দিনতো কাটে নানা কাজে
এই রাত কি ফুরাতে চায়?
যে আগুন জ্বলে বুকে
সে কি হায় জুড়াতে চায়;
কি ব্যথা দিল সে মনে
আমায় ভালোবেসে
সে ভালোবাসাতো নয়
সে শুধুই অভিনয়
একা থাকা ছিল ভাল
সুখেতো ছিলাম।।
ছলনাতে ভুলে কেন
মন হারালাম।।
যে ছিল আমার চোখে
স্বপ্ন প্রেরণা
বুঝিনিতো এর বেশী
এত প্রতারনা।।
কেন আমি আলেয়াকে
আলো ভাবলাম।।
ছলনাতে ভুলে কেন
মন হারালাম।
আজকে নতুন করে
পেয়েছি পরিচয়
জেনেছিগো প্রেম তার
শুধুই অভিনয়।।
কেন হায় মুখোশকে
মুখ ভাবলাম।।
ছলনাতে ভুলে কেন
মন হারালাম।
কত আশা মনে ছিল
ভালোবাসা ঘিরে
আজ মন পাখি কাঁদে
যেন ভাঙা নীড়ে।।
কেন বালুচরে আশা
বাসা বাঁধলাম।।
ছলনাতে ভুলে কেন
মন হারালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *