একলা কোনো কথা
Ekla Kono Katha
ছায়াছবি: গরীবের সম্মান (টালিউড)
বাবা কেন চাকর (ঢালিউড)
কথা: মোহাম্মদ রফিকউজ্জমান
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: মিতালি মূখার্জী ও
কুমার সুজয় (সুজয় ভট্টাচার্য)
Ekla Kono Katha
ছায়াছবি: গরীবের সম্মান (টালিউড)
বাবা কেন চাকর (ঢালিউড)
কথা: মোহাম্মদ রফিকউজ্জমান
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: মিতালি মূখার্জী ও
কুমার সুজয় (সুজয় ভট্টাচার্য)
একলা কোনো কথা,
আমি বলতে পারি না,
সঙ্গী তুমি না হলে,
পথ চলতে পারি না।।
তোমার ভালবাসার
অাগুন ছাড়া জ্বলতে পারিনা
আমি জ্বলতে পারিনা।
একলা কোনো কথা,
আমি বলতে পারিনা,
সঙ্গী তুমি না হলে,
পথ চলতে পারিনা।।
আমার ভালবাসার
অাগুন ছাড়া জ্বলতে পারিনা
আমি জ্বলতে পারিনা।
ও একলা কোনো কথা
আমি বলতে পারিনা
সঙ্গী তুমি না হলে
পথ চলতে পারিনা।
বিনা মেঘে কোনদিনও বৃষ্টি ঝরেনা,
ঐ মুখের থেকে তাইতো আমার,
দৃষ্টি সরেনা।।
আমি চাতকিনী চিরঋনী তোমারি প্রেমে
তোমার ছোঁয়া ছাড়া মেঘের মত
জ্বলতে পারিনা
আমি জ্বলতে পারিনা।
উম একলা কোনো কথা
আমি বলতে পারিনা
সঙ্গী তুমি না হলে
পথ চলতে পারিনা।
ও একলা কোনো কথা
আমি বলতে পারিনা
সঙ্গী তুমি না হলে
পথ চলতে পারিনা।
ভালবেসে দূরে দূরে থাকতে পারিনা,
ঐ চোখের থেকে চোখ ফিরিয়ে,
রাখতে পারিনা।।
আমি ঐ আঁচলে পলে পলে
বাঁধা পড়েছি।
তোমার সঙ্গী ছাড়া প্রেমের সাঁজা
দলতে পারিনা
ও দলতে পারিনা।
ও একলা কোনো কথা
আমি বলতে পারিনা
সঙ্গী তুমি না হলে
পথ চলতে পারিনা
একলা কোনো কথা
আমি বলতে পারিনা
সঙ্গী তুমি না হলে
পথ চলতে পারিনা।
তোমার ভালবাসার
অাগুন ছাড়া জ্বলতে পারিনা
ও জ্বলতে পারিনা।
একলা কোনো কথা,
আমি বলতে পারিনা,
সঙ্গী তুমি না হলে,
পথ চলতে পারিনা।
হুঁ একলা কোনো কথা,
আমি বলতে পারিনা,
সঙ্গী তুমি না হলে,
পথ চলতে পারিনা।