Song: Ei J Duniya | এই যে দুনিয়া
Lyric & Tune: Mumtaz Ali Khan
Original Singer: Abdul Alim
Keyboard: Jk Majlish, Guitar: Sumon, Bass: Kakon
Drums: Adnan Rushdi, Percussions: Zico, Dotara: Anondo, Flute: Jabiul Islam
Ei Je Duniya Kiseo Lagiya
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ।
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি।
তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ।
কেবল আল্লাহ তোমায় চাই আমি।
তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার।
তুমি বীনে কেহ নাই আল্লাহ, তুমি বীনে কেহ নাই।।
এই যে দুনিয়া
এই যে দুনিয়া, কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই,
ছায়াবাজী পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কী দোষ,
যেমনি নাচাও তেমনি নাচে
তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ,
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই আমি।
তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়,
তুমি বাঁচাও তুমি মার
তুমি বিনে কেহ নাই আল্লাহ।
এই যে দুনিয়া কিসের লাগিয়া
Ei Je Dunia Kisher Lagiya
কথা: বাউল রশিদ উদ্দিন
সুর: মোমতাজ আলী খান
কণ্ঠ: আব্দুল আলীম
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া কিসের লাগিয়া
[ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ!]-২
[যেমনি নাচাও তেমনি নাচি]-২
[তুমি খাওয়াইলে আমি খাই (আল্লাহ)]-২
এই যে দুনিয়া কিসের লাগিয়া
[তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভালো মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ]-২
[আমার মনে এই আনন্দ]-২
[কেবল আল্লাহ তোমায় চাই (আমি)]-২
এই যে দুনিয়া কিসের লাগিয়া
[তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়]-২
[তুমি বাঁচাও তুমি মারো]-২
[তুমি বিনে কেহ নাই (আল্লাহ)]-২
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
Ei Je Dunia Kisher Lagiya
Ei je duniya kisher lagiya
Eto jotne goraiyachen shai
Ei je duniya kisher lagiya
[Chhayabaji putul rupe banaiya manush
Jemni nachao temni nachi putuler ki dosh!]-2
[Jemni nachao temni nachi]-2
[Tumi khawaile ami khai (Allah)]-2
Ei je duniya kisher lagiya
[Tumi behesto tumi dojokh tumi bhalo mondo
Tumi ful tumi fol tumi tate gondho]-2
[Amar mone ei anondo]-2
[Kebol Allah tomay chai (ami)]-2
Ei je duniya kisher lagiya
[Tumi hakim hoiya hukum koro police hoiya dhor
Shorpo hoiya dongshon koro ojha hoiya jhar]-2
[Tumi bachao tumi maro]-2
[Tumi bine keho nai (Allah)]-2
Ei je duniya kisher lagiya
Eto jotne goraiyachen shai
Ei je duniya
গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)
- গানের নাম (Song Title): এই যে দুনিয়া কিসের লাগিয়া (Ei Je Duniya Kisher Lagiya)
- মূল শিল্পী (Original Artist): আব্দুল আলীম (Abdul Alim)
- গীতিকার (Lyricist): বাউল রশিদ উদ্দিন (Baul Rashid Uddin)
- সুরকার (Composer): মোমতাজ আলী খান (Mumtaz Ali Khan)
- ধরণ (Genre): লোকগীতি / মরমী গান (Folk Song / Mystic Song)
- জনপ্রিয় কভার (Popular Covers): জে কে মজলিশ ফিচারিং আতিয়া আনিসা, কামরুজ্জামান রাব্বি সহ অনেকে।
এই যে দুনিয়া কিসের লাগিয়া লিরিক্স (Ei Je Duniya Kisher Lagiya Lyrics) – আব্দুল আলীম
“এই যে দুনিয়া কিসের লাগিয়া” বাংলা লোকসংগীতের ইতিহাসে এক অমর সৃষ্টি। কিংবদন্তি লোকশিল্পী আব্দুল আলীমের জাদুকরী কণ্ঠে গাওয়া এই গানটি আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে গেঁথে আছে। গানটির কালজয়ী কথা লিখেছেন বাউল রশিদ উদ্দিন এবং সুর করেছেন মোমতাজ আলী খান।
এটি একটি গভীর আধ্যাত্মিক ও মরমী ভাবধারার গান। গানে পৃথিবীকে এক রঙ্গমঞ্চ এবং মানুষকে ‘ছায়াবাজি পুতুল’ হিসেবে তুলনা করা হয়েছে। এখানে পরম স্রষ্টা বা আল্লাহ হলেন পুতুল নাচিয়ে, আর মানুষ তাঁর ইশারায় চলে। “যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ” – এই লাইনের মাধ্যমে মানুষের অসহায়ত্ব এবং স্রষ্টার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের কথা বলা হয়েছে।
গানের প্রতিটি ছত্রে স্রষ্টার সর্বব্যাপী ক্ষমতার স্বীকারোক্তি রয়েছে—তিনিই হাকিম, তিনিই পুলিশ, তিনিই সর্প আবার তিনিই ওঝা। সুখ-দুঃখ, ভালো-মন্দ সবকিছুর মূলেই তিনি। এই গভীর দর্শন গানটিকে যুগে যুগে প্রাসঙ্গিক করে রেখেছে। বর্তমানে জে কে মজলিশ, আতিয়া আনিসা, কামরুজ্জামান রাব্বি সহ নতুন প্রজন্মের অনেক শিল্পী গানটি নতুন করে গেয়ে এর জনপ্রিয়তা ধরে রেখেছেন।
গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)
প্রশ্ন: “এই যে দুনিয়া কিসের লাগিয়া” গানটির মূল শিল্পী কে? উত্তর: এই কালজয়ী গানটির মূল শিল্পী হলেন পল্লীকবি আব্দুল আলীম।
প্রশ্ন: গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর: গানটির কথা লিখেছেন বাউল রশিদ উদ্দিন এবং সুরারোপ করেছেন মোমতাজ আলী খান।
প্রশ্ন: “ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ” – এই লাইনের অর্থ কী? উত্তর: এখানে মানুষকে ‘ছায়াবাজি পুতুল’-এর সাথে তুলনা করা হয়েছে। ছায়াবাজির পুতুল যেমন পর্দার আড়াল থেকে সুতোর টানে নাচানো হয় এবং তাদের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, তেমনি মানুষও ঈশ্বরের ইশারায় চলে, তার নিজের কোনো স্বাধীন ক্ষমতা নেই—এটাই এই লাইনের মূল ভাব।
প্রশ্ন: “Ei Je Duniya Kisher Lagiya” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পোস্টেই “এই যে দুনিয়া কিসের লাগিয়া” গানটির সম্পূর্ণ বাংলা লিরিক্স এবং ইংরেজি অক্ষরে (Roman script) লেখা লিরিক্স নির্ভুলভাবে দেওয়া হয়েছে।
