এই বুকেরই মাঝে সকাল সাঁঝে
Ei Bukeri Majhe Sakal Sanjhe
ছায়াছবি: তুমি শুধু তুমি
গীতিকার: মিল্টন খন্দকার
সুরকার: আনোয়ার পারভেজ
কণ্ঠ: রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
শুধু মন জানে মন
তুমি কত আপন
তোমায় নিয়ে দেখেছি গো
[সুখেরই স্বপন]-৩
[এই বুকেরই মাঝে
সকাল সাঁঝে এই অন্তরে
ভালোবাসার ঘর বেঁধেছি
তোমাকে নিয়ে]-৩
[এই বুকেরই মাঝে
সকাল সাঁঝে এই অন্তরে
ভালোবাসার ঘর বেঁধেছি
তোমাকে নিয়ে]-২
এই জীবনে এই মরনে
তুমি শুধু তুমি
তুমি ছাড়া আমার এই জীবন
ধুধু মরুভূমি
তুমি যে নিঃশ্বাসে তুমি যে বিশ্বাসে
তুমি তো রয়েছো হৃদয় জুড়ে
[এই বুকেরই মাঝে
সকাল সাঁঝে এই অন্তরে
ভালোবাসার ঘর বেঁধেছি
তোমাকে নিয়ে]-২
এই নয়নে স্বপ্ন তুমি
তুমি ভালোবাসা
তুমি আমার এই বুকেরই
একটি সুখেরই আশা
ওরে ও বন্ধুরে আছো তো অন্তরে
রাখবো তোমারে জনম ও ভরে
[এই বুকেরই মাঝে
সকাল সাঁঝে এই অন্তরে
ভালোবাসার ঘর বেঁধেছি
তোমাকে নিয়ে]-৩