এই বাংলার মাটিতে মাগো
Ei Banglar Matite Maago
কথা ও সুর: জয়দেব সেন
শিল্পী: নির্মলা মিশ্র
Ei Banglar Matite Maago
কথা ও সুর: জয়দেব সেন
শিল্পী: নির্মলা মিশ্র
এই বাংলার মাটিতে
(মাগো) জন্ম আমায় দিও।
এই আকাশ,নদী,পাহাড়
আমার বড় প্রিয়।।
কোথায় বলো এতো স্বপন
হাওয়াতে ভাসে।
কোথায় বলো এতো বকুল
বসন্তে হাসে।
শরৎ আকাশ কোথায় বলো
এমন রমণীয়।।
বার মাসে তের পার্বণ
বলো কোথায় আছে।
মেঘের ঘটা দেখে এমন
ময়ূর কোথায় নাচে।
কোথায় বলো এতো মায়া
ধানের ক্ষেতে দোলে।
কোথায় বলো হাসে শিশু
সুখে মায়ের কোলে।
কোথায় বলো পল্লী বধূ
এমন কমনীয়।।