এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
Ei Prithibi Jemon Ache Temoni Thik Robe
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন
Sundor Ei Prithibi Chere Ekdin
Bijoy Sarkar
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যতো বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন
এই পৃথিবী যেমনই আছে তেমনই ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, রে মন,
ও সেই নগদ-তলব তাগিদ-পত্র নেমে আসবে যবে।
মহাঘুমে আমার যখন বুজিবে দুই চোখ
পাড়া-পড়শী প্রতিবেশী পাবে কিছু শোক,
শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে।
হোক না কেন যত বড় রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি-গাড়ি ঘড়ি-ট্রাঞ্জিষ্টার,
তখন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে।
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা আকাশ-বাতাস-জল
যেমন আছে তেমনি সবই রইবে অবিকল,
মাত্র আমি আর রইবো না কেবল জনপূর্ণ ভবে।
শব্দ-স্পর্শ রূপ-রস-গন্ধ বন্ধ হলে যেন
এই পৃথিবী অস্থির তব রইবে না আর হেন,
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়বে কবে।
Ei Prithibi Jemon Ache Temoni Thik Robe