উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া – Ulto Pothe Ulto Mot e Juger Hawa

 উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া

Ulto Pothe Ulto Mot e Juger Hawa
কথা, সুর ও শিল্পী : অর্জুন বিশ্বাস
জ্ঞানীরা ঠিকই বলেন…
আজকাল দুর্বৃত্তের হাতে টাকা মূর্খেরই দাপট বেশী
দেখি- [অসৎ’রাই ধোয়া তুলশী]-২
[প্রতারণা মিথ্যাচারের বাড়াবাড়ি চলছে অতি]-২
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া।]-২
মাঝেমাঝে মনে হয় জঙ্গলে আছি,
মানুষ নামের হায়নাগুলোর কাছাকাছি।
কাকে গান গান শ্রোতা দেখি শকুন ও চিল,
মনের দুঃখে গান ছেড়ে দিয়েছে কোকিল।
আবার হনুমান ও বাঁদরেরা সিংহকে করছে ধাওয়া
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া।]-২
কত নিরপরাধ লোকে টানে জেলের ঘানি,
অপরাধী পার পেয়ে যায় দিয়ে Money.
দেখি জ্ঞানীগুণী অর্থকষ্টে মরছে ধুঁকে,
লুটেরাই এই সমাজে আছে সুখে।
আরে- স্বপ্নের এই সোনার দেশে এই তো ছিল না চাওয়া
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া।]-২
আজকাল লুটপাট করে খাওয়ার জন্যই সবাই ব্যস্ত,
গ্যাঁড়াকলে পড়ে আমি হ্যাস্ত-ন্যাস্ত!
জানিনা কি যে হবে ভবিষ্যতে!
বুঝিনা চলছি আমরা কোন সে পথে!
আরে- দুশ্চিন্তায় ভুলে গেছি রোজকার ওই নাওয়া-খাওয়া
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া।]-২
আরে- দুর্বৃত্তের হাতে টাকা মূর্খেরই দাপট বেশী
দেখি- [অসৎ’রাই ধোয়া তুলশী]-২
[প্রতারণা মিথ্যাচারের বাড়াবাড়ি চলছে অতি]-২
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া।]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *