উদয় কলিকাল রে ভাই আমি বলি তাই
Uday Kolikal Re Bhai Ami Boli Tai
ফকির লালন সাঁই
উদয় কলিকাল রে ভাই আমি বলি তাই ।
হাগড়া বেঁধে নেংটি ছিঁড়ে
লোক বুঝি হাসিয়া যায় ।।
কারো বিশ্বাস কেউ করে না
শঠে শঠে সকল কারখানা
সমঝে ভবে না চলিলে
বোম্বেটের হাতে পড়বি ভাই ।।
কলিতে অমানুষের জোর
ভাল মানূষ বানায় তারা চোর
ছিটে ফোঁটা তন্ত্রমন্ত্র
কলির ধর্ম দেখতে পাই ।।
মা মরা বাপ বদলানো স্বভাব
কলির যুগে দেখি এ ভাব
লালন বলে কলিকালে
ধর্ম রাখার কি উপায় ।।