উড়ো মেঘের ডানায় উড়ো চিঠি দিলাম | Uro Megher Danay Uro Chithi Dilam | Key Lyrics

উড়ো মেঘের ডানায় উড়ো চিঠি দিলাম
Uro Megher Danay Uro Chithi Dilam
অ্যালবাম: মনের তুলিতে আঁকি (২০১৪)
গীতিকার: প্রদীপ সাহা
সুর ও সঙ্গীত: রাজেশ ঘোষ
শিল্পী: ইভা রহমান
উড়ো মেঘের ডানায় উড়ো চিঠি দিলাম
তুমি পড়ে নিও ভালো করে।
ঝরাপাতার সুরে আমি সুর তুলেছি
এই হৃদয় বীণারই তারে।
চলে এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
উড়ো মেঘের ডানায় উড়ো চিঠি দিলাম
তুমি পড়ে নিও ভালো করে।
ঝরাপাতার সুরে আমি সুর তুলেছি
হৃদয় বীণারই তারে।
যদি এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
দে রে না দে রে না ও ও ও ও ও
দক্ষিণ হাওয়ার দুষ্টুমিতে
যখনই উঠবে মেতে
তুমি এসো কল্পনাতে
হৃদয় দুয়ার থাকবে খোলা
এসো গো চুপিসারে
দিও প্রেম উজাড় করে।
চলে এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
দে রে না দে রে না ও ও ও ও ও
নির্জনতা করছে খেলা
কৃষ্ণচূড়ার বনে
এসো এই সন্ধিক্ষণে
ক্লান্ত বেলা ধীরে ধীরে
বয়ে যায় গোধূলিতে
জাগে প্রেম কল্পনাতে
চলে এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
উড়ো মেঘের ডানায় উড়ো চিঠি দিলাম
তুমি পড়ে নিও ভালো করে।
ঝরাপাতার সুরে আমি সুর তুলেছি
হৃদয় বীণারই তারে।
যদি এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে
[এসো বৃষ্টি তুমি আজ ভিজব আমি
আমার বন্ধুকে মনে পড়ে]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *