উড়ছে হাওয়ায় ছদ্মবেশী – Urche haway chhadmabeshi (Song Lyrics)

 ছদ্মবেশী

Chhadmabeshi
কথা ও সুর:

অভিনন্দন

সরকার

কণ্ঠ: নচিকেতা চক্রবর্তী
উড়ছে হাওয়ায়
উড়ছে হাওয়ায় ছদ্মবেশী স্বপ্নের লাল ফিতে
দুলছে জীবন অবিশ্বাসের যন্ত্রানুসংগীতে,
পায়ের ছাপে অতীত,নাকি কুয়োর জল শীতে!
ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
ও ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
[লাটাই গোটায় বিকেল,তারও ছুটির সময় এলে]-২
বাউল যেমন মাদুর গোটায়,মানুষ চিনে গেলে-
[তাস ঢেকেছি হাতে,কিছু হিসেব পালটায় যাতে(ও)]-২
তাও পারিনি জিতে যাওয়ার দাম চুকিয়ে দিতে-
ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
ও ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
[খুঁজছে যারা ধ্রুবতারা,ভালোবাসা ভেবে(ও)]-২
সময়ই তার,পাল্টে যাওয়ার,রাস্তা বলে দেবে।
[থাকল যা বাদবাকি,তার সাক্ষী থাকে নাকি!]-২
ছায়ার চোখে রুমাল বেধে,যাচ্ছে যে রোজ জিতে-
[সেও কি পারে নিজের চোখে জায়গা করে নিতে?]-২
উড়ছে হাওয়ায় ছদ্মবেশী স্বপ্নের লাল ফিতে
দুলছে জীবন অবিশ্বাসের যন্ত্রানুসংগীতে,
পায়ের ছাপে অতীত,নাকি কুয়োর জল শীতে!
[ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *