ঈশ্বর কি ঘুষখোর অফিসার
Ishwar Ki Ghushkhor Officer
নকুল কুমার বিশ্বাস
ঈশ্বর কি ঘুষখোর অফিসার
পাঁঠা দিয়ে মহিষ দিয়ে
টাকা দিয়ে পয়সা দিয়ে
ভজন-পূজন করছো কার
ঈশ্বর কি ঘুষখোর অফিসার?
তোমার দু’টাকা প্রণামী পেয়ে
আড়াইশো বাতাসা খেয়ে
খুলে দেবেন স্বর্গের দ্বার
ঈশ্বর কি ঘুষখোর অফিসার?
মন্দিরে চিনি সাজিয়ে কারে কর আহ্বান
এতই যদি চিনির ভক্ত হতেন হরি ভগবান
তবে তারে পাইতো আগে
চিনি কলের ম্যানেজার
ঈশ্বর কি ঘুষখোর অফিসার?
তারে মাইক লাগাইয়া চিৎকার করে ডাকো কী কারণে
তোমরা কি মনে কর ভগবান কানে কম শোনে?
কেন অন্য ভাষায় ডাকো তারে বাংলা কি জানা নাই তার?
ঈশ্বর কি ঘুষখোর অফিসার?
কৃষ্ণ বলে ডাকলেই যদি কৃষ্ণকে পাওয়া যেত
তবে যার ছেলের নাম কৃষ্ণ সেই তো কৃষ্ণকে আগে পেত
আবার কৃষ্ণ গুণগান করিয়া
স্বর্গে যেত টেপরেকর্ডার
ঈশ্বর কি ঘুষখোর অফিসার?
কেউ স্বর্গ সুখ পাওয়ার আশায় তীর্থেরই পথে ঝোঁকে
নরকের ভয়ে মাটিতে ঘনঘন মাথা ঠোকে
বলো তারে খোঁজে ক’জন লোকে
নকুল কয় ভাবা দরকার
ঈশ্বর কি ঘুষখোর অফিসার?