ইচ্ছা করে পরাণডারে
Ichchha Kare Paraandare
ছায়াছবি: গঙ্গা (১৯৬০)
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: পঙ্কজ মিত্র/কুমার শানু
Ichchha Kare Paraandare
ছায়াছবি: গঙ্গা (১৯৬০)
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: পঙ্কজ মিত্র/কুমার শানু
[ইচ্ছা করে ও পরাণডারে
গামছা দিয়া বান্ধি,ইচ্ছা করে।
[ইচ্ছা করে ও পরাণডারে
গামছা দিয়া বান্ধি]-২
ইচ্ছা করে।
[আইরম বাইরম কইলজাটারে]-২
মসলা দিয়া রান্ধি,ইচ্ছা করে
কইলজাডারে মসলা দিয়া রান্ধি
ইচ্ছা করে ও পরাণডারে
গামছা দিয়া বান্ধি,ইচ্ছা করে।
জল ভরিতে গেলাম আমি
আনাম জল হেরিয়া।
কলসী ভরিলাম আমি
নয়ন বারি দিয়া।
কুটিলা ননদী ঘরে
কুয়ার ছলে কান্দি,ইচ্ছা করে
কইলজাডারে মসলা দিয়ে রান্ধি,ইচ্ছা করে
ও পরাণডারে গামছা দিয়ে বান্ধি,ইচ্ছা করে।
বড়ই জ্বালা না হেরিলে,হেরিলেও হয় জ্বালা
কি করি এ পরাণ নিয়া,ওগো নিঠুর তালা।
তোমার সাথে প্রেম করিয়া গোলকধাঁধায় ধানধি
ইচ্ছা করে কইলজাডারে মসলা দিয়া রান্ধি
[ইচ্ছা করে ও পরাণডারে গামছা দিয়া বান্ধি]-২
ইচ্ছা করে।