আশা সিন্ধু তীরে বসে আছি সদায়
Asha Sindhu Tire Bose Achi Soday
ফকির লালন শাহ্
সাধুর যুগল চরণের ধুলি
লাগবে কি এই পাপীর গায়।
আশা সিন্ধু তীরে বসে আছি সদায়।।
ভালোর ভাগী অনেক জনা,
মন্দের ভাগী কেও তো হয় না,
কেবল সাধু দয়াবান-সবারই সমান,
তাইতে দোহাই দেই তোমায়।।
সাধু না লইবে যারে,
কে আর লইবে তারে,
তুমি জানাও মহিমা-করো পাপ ক্ষমা,
এই পাপীরে হও সদয়।।
দিনের দিন ফুরায়ে এলো,
মহাকালে ঘিরে নিলো,
বলে মূঢ় লালন-হীন হয়েছি ভজন,
না জানি মোর ভাগ্যে কি হয়।।