আশাবাসা ঘোর-তমোনাশা
বামা কে(মোহিনী)।
ঘোর ঘটা কান্তিছটা
ব্রহ্মকটা ঠেকেছে।।
রূপসী শিরসি শশী,
হরোরসি এলোকেশী,
মুখজ্বালা সুধাঢালা
কুলবালা নাচিছে।।
দ্রুত চলে আস্য টলে,
বাহু বলে দৈত্যদলে;
ডাকে শিবা কব কিবা
নিশি দিবা ক’রেছে।।
ক্ষীন-দীন ভাগ্যহীন
দুষ্টচিত্ত সুকঠিন;
রামপ্রসাদে কালীর বাদে
কি প্রমাদে ঠেকেছে।।
“রামপ্রসাদী গান”
বেহাগ-কাওয়ালী