আল্লাহু ইল্লাল্লাহ সুরে হৃদয়ে বিরাজে | Allahu Illallahu Sure Ridoye Biraje

আল্লাহু ইল্লাল্লাহ সুরে হৃদয়ে বিরাজে
Allahu Illallahu Sure Ridoye Biraje
কতা ও সুরঃ কারী আমীর উদ্দিন
আল্লাহু ইল্লাল্লাহ সুরে হৃদয়ে বিরাজে,,,
নামের জুরে রে, ভুবন জুরিয়া সুরে বাজে।
মানুষের হৃদপিন্ডে বাজে, লাভ ডোভ সুরে,
বৃক্ষ, লতা, পাতায় বাজে বাতাসের জোরে।
নীরবে প্রহর বাজে অসীমও গগনে,
রিম ঝিম ঝিম বৃষ্টি বাজে, মেঘবাজে গর্জনে।
নামের জুরে রে, ভুবন জুরিয়া সুরে বাজে।
আশিকে মাশুকে বাজে, গানে বাজে সুরে,
নাকে বাজে আইয়ুব বাঁশি, হায়াতির জুরে।
তর্জনও করিয়া ঢেউ বাজে সাগরেতে,
মহা সুরে সিঙ্গা বাজবে, ইস্রাফিলের হাতে।
নামের জুরে রে, ভুবন জুরিয়া সুরে বাজে।
লাহুল বাজাইয়া শুনে রাজারও রাজায়,
বাজে যার, বাজে তাঁর ,সে যদি বাঁজায়।
আমীর উদ্দিন বলে বন্ধু, রসিকও সুজন,
আমার সকল যন্ত্র বাজে বন্দুয়ার কারণ।
নামের জুরে রে, ভুবন জুরিয়া সুরে বাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *