আর কাঙাল হয়ে থাকতে নারি, দে মা আমায় রাজা করি | Ar Kangal Hoye Thakte Nari, De Maa Amay Raja Kori | Song Lyrics

আর কাঙাল হয়ে থাকতে নারি, দে মা আমায় রাজা করি
Ar Kangal Hoye Thakte Nari, De Maa Amay Raja Kori
রাম প্রসাদ
Ramkumar Chatterjee
Bengali Tappa

আর কাঙাল হয়ে থাকতে নারি

আর কাঙাল হয়ে থাকতে নারি,
দে মা আমায় রাজা করি।।
দন্ত অন্ত হলো গো মা,
কেমনে চিবোই কলাই মুড়ি(২)
(এখন) হালুয়া ভিন্ন দিন চলে না
বরং রাবড়ি হলে খেতে পারি ।।
পেটের জ্বালায় ভিক্ষা মেগে,
ফিরি লোকের বাড়ি বাড়ি
চরণ যে মা আর চলে না
বিনা একখান মোটরগাড়ি।।
রাজাই যদি করিস মাগো
দিস্ না যেন জমিদারি
খাজনা আদায় বিষম ল্যাটা
কেমনে দিব কালেকটারি।।
পাওনাদারে পাওনাদারে,
(আমার) আছে যে দুনিয়াভরি
আমায় রাজা করার আগে
পাঠাস তাদের যমের বাড়ি।।
খালি পেটে বাতাস ঢুকে,
কেবল ফুলে যাচ্ছে ভুড়ি
টাকা দিতে আ -কার ভুলে,
টাক দিলি মা কপাল জুড়ি।।

De Maa Amay Raja Kori

দে মা আমায় রাজা করি
আর কাঙাল হয়ে থাকতে নারি
দন্ত অন্ত হল গো মা
কেমন চিবোই কলাই মুড়ি
এখন হালুয়া ভিন্ন দিন চলে না
বরং রাবড়ি হলে খেতে পারি
দে মা আমায় রাজা করি

পেটের জ্বালায় ভিক্ষা মেঁগে
ফিরি লোকের বাড়ী বাড়ী
চরণ যে মা আর চলে না
বিনা একখান মোটর গাড়ী
দে মা আমায় রাজা করি

রাজাই যদি করিস মাগো
দিস না যেন জমিদারী
খাজনা আদায় ভিষম ল্যাঠা
কেমন দেব কালেকটারী
দে মা আমায় রাজা করি

পাওনাদার পাওনাদারে
আছে এ দুনিয়া ভরি
আমায় রাজা করার আগে
পাঠাস তাদের যমের বাড়ী
দে মা আমায় রাজা করি

খালি পেটে বাতাস ঢুকে
কেবল ফুলে যাচ্ছে নাড়ী
টাকা দিতে আকার ভুলে
টাক দিলে মা কপাল জুড়ি
দে মা আমায় রাজা করি

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *