আর কতকাল কাঁদাবি মা
Ar Kotokal Kadabi Maa
কথা-কল্যান বাবা
সুর,শিল্পী-বিজন বসু
মা মা মা মাগো
আর কতকাল কাঁদাবি মা
চাতক পাখির মত,
নয়ন জলে নয়ন জলে
বুক ভেসে যায়,
ঐ রাঙা চরণের আশায়।।
এ জনমে নাই বা পেলাম
থাকব পর জনমের আশায়,
প্রথম যেদিন জন্মেছিলাম
ডেকেছিলাম মা মা বলে।।
নয়ন জলে বুক ভেসে যায়
ঐ রাঙা চরণের আশায়।
আর কতকাল কাঁদাবি মা
চাতক পাখির মত,
নয়ন জলে নয়ন জলে
বুক ভেসে যায়,
ঐ রাঙা চরণের আশায়।
আমার কত সাধ ছিল মা
আশা ছিল আমার মনে,
চরণ দুটি পাব বলে
ঘুরব মাগো ত্রিভুবনে।।
মা মা মাগো
আমার কত সাধ ছিল মা
আশা ছিল আমার মনে,
চরণ দুটি পাব বলে
ঘুরব মাগো ত্রিভুবনে।
নয়ন জলে বুক ভেসে যায়
ঐ রাঙা চরণে আশায়।
আর কতকাল কাঁদাবি মা
চাতক পাখির মত,
নয়ন জলে নয়ন জলে
বুক ভেসে যায়,
ঐ রাঙা চরণের আশায়
ঐ রাঙা চরণের আশায়
ঐ রাঙা চরণের আশায়।