আয়নাতে ওই মুখ দেখবে যখন | Aynate Oi Mukh Dekhbe Jakhon | Lyrics

আয়নাতে ওই মুখ দেখবে যখন
Aynate Oi Mukh Dekhbe Jakhon
ছবি: নাচের পুতুল
কথা: কে.জি. মোস্তফা
সঙ্গীত: রবীণ ঘোষ
শিল্পী: মাহমুদুন্নবী

আয়নাতে ওই মুখ দেখবে যখন

(হ্যালো,কাকে চাই?
তোমাকে!
আপনি,আপনি কে?
সেই আমি)
উ উ উ উ
আয়নাতে ওই মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
(কি বলছেন আপনি
বুঝতে পারছ না)
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
(কিছু বলছ না যে,কি বলবো)
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
জানিনা এখন তুমি কার কথা ভাবছ
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছ
তুমি কি তারে ভালবাসবে (না!)
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।
আয়নাতে ওই মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
(উ: উ: উ: উ: উ: উ: পাগল !)

 

গানের কথাঃ আয়নাতে ঐ মুখ দেখবে যখন…
গীতিকারঃ কে জি মুস্তাফা,
সুরকারঃ রবীন ঘোষ,
মূলশিল্পীঃ মাহামুদুন্নবী,
চলচ্চিত্রঃ নাচের পুতুল (০৮/০১/১৯৭১ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শবনম প্রমুখ,
পরিচালকঃ অশোক ঘোষ।
—————

Aynate Oi Mukh Dekhbe Jakhon Lyrics

হুম…হুম হুম হুম,
আয়নাতে ঐ মুখ দেখবে যখন,
Short Music
কপোলের কালো তিল পড়বে চোখে,
Short Music
ফুটবে যখন ফুল বকুল শাঁখে,
Short Music
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে,
Short Music
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম,
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম,
Music
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে?
মনের মানুষ কিগো চেনা চেনা লাগছে?
তুমি কি তারে…কাছে ডাকবে?
Short Music
হৃদয়ের কাছে সে রয় অলোকে,
Short Music
হঠাৎ যখন তুমি দেখবে তাকে,
Short Music
শরমে নয়ন কিগো রাখবে ঢেকে?
Short Music
আয়নাতে ঐ মুখ দেখবে যখন,
কপোলের কালো তিল পড়বে চোখে,
Short Music
ফুটবে যখন ফুল বকুল শাঁখে,
Short Music
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে,
Short Music
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম,
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম,
Music
জানিনা এখন তুমি কার কথা ভাবছো?
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো?
তুমি কি তারে…ভালোবাসবে?
Short Music
ধরা যদি দেয় সে একপলকে,
Short Music
দেখবে যখন তারে অবাক চোখে,
Short Music
দু’হাতে নয়ন কিগো রাখবে ঢেকে?
Short Music
আয়নাতে ঐ মুখ দেখবে যখন,
কপোলের কালো তিল পড়বে চোখে,
Short Music
ফুটবে যখন ফুল বকুল শাঁখে,
Short Music
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে…!
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *