আমি সুরেলা গানের পাখি
Ami Surela Gaaner Pakhi
ছায়াছবি: আত্মত্যাগ
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জমান
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: সুষমা শ্রেষ্টা(পূর্ণিমা) ও উদিত নারায়ণ
Ami Surela Gaaner Pakhi
ছায়াছবি: আত্মত্যাগ
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জমান
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: সুষমা শ্রেষ্টা(পূর্ণিমা) ও উদিত নারায়ণ
(পাপ্পা,পারাপা,পাপা,পাপ্পা,পারা
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ)
নিসা,রেমা,পানি,সানি,
নিধা,মাগা,সানি,সা)
আমি সুরেলা গানের পাখি ও(২)
সুরের আকাশ ভরিয়ে রাখি
আমি সুরেলা গানের পাখি
সুরের আকাশ ভরিয়ে রাখি
হাজার কথা কণ্ঠে নিয়ে কুহু কুহু ডাকি
(কুহু,কুহু,কুহু,কুহু,কুহু,কুহু)
ও আমি সুরেলা গানের পাখি
সুরের আকাশ ভরিয়ে রাখি
জনে জনে আ কত মনে
আছে কত ব্যথা কত ভুল
এরি মাঝে যদি কারো বুকে
আমি ফোঁটাতে পারি ফুল
এই আশাতে ভালোবাসাতে
স্বপ্ন দেখে আঁখি
(কুহু,কুহু,কুহু,কুহু,কুহু,কুহু)
ও আমি সুরেলা গানের পাখি
সুরের আকাশ ভরিয়ে রাখি
সুরে সুরে কারো হৃদয় জুড়ে
যদি আসে গানের অভিসার
স্বরলিপি গুলো গেঁথে গেঁথে
আমি সাজাবো মনিহার
এই বাসনায় কথা কবিতায়
ছন্দে ছবি আঁকি
(কুহু,কুহু,কুহু,কুহু,কুহু,কুহু)
ও আমি সুরেলা গানের পাখি,
সুরের আকাশ ভরিয়ে রাখি(২)
হাজার কথা কণ্ঠে নিয়ে কুহু,কুহু ডাকি
(কুহু,কুহু,কুহু,কুহু,কুহু,কুহু)
ও আমি সুরেলা গানের পাখি,
সুরের আকাশ ভরিয়ে রাখি(২)