আমি যে গানের এক বৃষ্টি – Ami Je Ganer Ek Brishti | Lyrics

আমি যে গানের এক বৃষ্টি
Ami Je Ganer Ek Brishti
ছায়াছবি: সিঁদুরের অধিকার
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অনুপম দত্ত
কণ্ঠ: কুমার শানু
আকাশে মেঘের ঘনঘটা
মেঘ নয় এ যে শুধু গান
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম
তোমাদের অন্তরে
মল্লার সুরে ঝরে পড়লাম
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম।
[রাখো গো আমাকে রাখো সে মনের মাঝে
যে মনে হৃদয়েরই ঝংকার বাজে]-২
শুধু এ মিনতি আমি করলাম
আমি ঝরলাম ঝরে পড়লাম
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম।
[অঝোর এই যে ধারা মানা তো মানেনা
কত দূর চলে যাবে ঠিকানা সে জানেনা]-২
মনেরই সোহাগে মন ভরলাম
আমি ঝরলাম ঝরে পড়লাম
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম
তোমাদের অন্তরে
মল্লার সুরে ঝরে পড়লাম
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম
আ আমি ঝরলাম।

Check Also

Poison Baby Lyrics

Poison Baby Lyrics (Thamma) | Starring Malaika A, Ayushmann K, Rashmika M

Poison Baby Lyrics (Thamma) | Ayushmann & Rashmika 🎶 Music : Sachin-Jigar 🎤 Singer : …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *