আমি যারে বাসলাম ভালো
Ami Jare Baslam Valo
কণ্ঠ: রিংকু
[আমি যারে বাসলাম ভালো
সে আমারে ব্যথা দিলো
পোড়া কলিজায়-বন্ধুরে
তোর মনে কি কোনই মায়া নাই]-২
বন্ধুরে তোর মনে কি কোনই মায়া নাই।
[দেখাইছিলা সুখের স্বপন নিশিটি রাতে
আজকে কেন লুকিয়ে আছো
চাঁদের দেশেতে]-২
[ডাকলে কেন আর আসো না
ভালোবাসার গান বাঁধো না]-২
নিয়া বিছানায়
[বন্ধুরে তোর মনে কি কোনই মায়া নাই]-২
[বেন্ধেছিলাম মন পিঞ্জরায়
প্রাণের পাখিরে
সে কিনা আজ ঘুমিয়ে আছে
আন্ধারও ঘরে]-২
[ভালোবেসে আর বলেনা
কোথায় আছো ওরে সোনা]-২
আয় না কলিজায়
[বন্ধুরে তোর মনে কি কোনই মায়া নাই]-২
[আমি যারে বাসলাম ভালো
সে আমারে ব্যথা দিলো
পোড়া কলিজায়-বন্ধুরে
তোর মনে কি কোনই মায়া নাই]-২
বন্ধুরে তোর মনে কি কোনই মায়া নাই।