আমি মানুষ ভালবাসি | Ami Manush Bhalobasi | Bhaba Pagla | ভবা পাগলা

আমি মানুষ ভালবাসি
Ami Manush Bhalobasi
ভবা পাগলা
আমি মানুষ ভালবাসি
কোনও তীর্থের নাই প্রয়োজন,
গয়া, গঙ্গা, কাশী।।
সংসার আমার বড় ধর্ম্ম,
ভবা সংসারবাসী,
আমার চাইতে অনেক বড়
সাধু সন্ন্যাসী।।
আমি তাই ছোট্ট সবার
আদর অনেক বেশী,
সবার কাছে ভিক্ষা মাগি
আশীর্ব্বাদের হাসি।।
সদা আনন্দে থাকি
মধুর মায়ের দান,
ভবার ধর্য্য,সহ্য
মান-অপমান।।
আমি মানুষ ভালবাসি | Ami Manush Bhalobasi | Bhaba Pagla | ভবা পাগলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *