আমি বারো মাস তোমায় ভালোবাসি | Ami Baro Mas Tomay Bhalobasi

আমি বারো মাস তোমায় ভালোবাসি
Ami Baro Mas Tomay Bhalobasi
Artist: Ayub Bachchu Album: Baro Mash Genre: Indian Pop
 

আমি বারো মাস তোমায় ভালোবাসি

আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারো মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারো মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আসছে মাসে নাহয় পত্র দিও
আসছে মাসে নাহয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারো মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারো মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
ও আমি বারো মাস তোমার আশায় আছি
ও আমি বারো মাস তোমার আশায় আছি
ও আমি বারো মাস তোমার আশায়…

 

 

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *