আমি বাবা মায়ের শত আদরের মেয়ে Lyrics
Ami Baba Mayer Shoto Adorer Meye Lyrics
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
Ami Baba Mayer Shoto Adorer Meye
জনপ্রিয় মীনা কার্টুন এর
Theme Song/Nostalgic Song
কথা: ফারুক কায়সার ও
আশরাফ মাহমুদ
সুর: রাজীব কেঁকরা/
ধীরাজ/রঘুনাথ
কার্টুন: মীনা
কণ্ঠ: সুষমা শ্রেষ্ঠা(পূর্ণিমা)
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে Lyrics
আমি বাবা মায়ের
শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের
ভালবাসা নিয়ে
আমার দু’চোখে
অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা
শিখতে চাই
আমি বাবা মায়ের
শত আদরের মেয়ে।
যদি চার দেয়ালের মাঝে
কাটে সারা জীবন
তাহলে থাকব
শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায়
মুক্তি দিবে মুক্তি দিবে।
আমিতো কালকের
খুশি আর আশা
আমারতো সাধ আছে,
আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখোনা
নিয়ে যাও এগিয়ে।
আমি বাবা মায়ের
শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের
ভালবাসা নিয়ে
আমার দু’চোখে
অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের
শত আদরের মেয়ে।