আমি বসন্ত হয়ে এসেছি
Ami Bosonto Hoye Esechi
গানের কথাঃ আমি বসন্ত হয়ে এসেছি….
গানঃ আধুনিক,
গীতিকারঃ লায়লা চৌধুরী,
সুরকারঃ মো: আবদুল জব্বার,
মূলশিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
————-
আমি বসন্ত হয়ে এসেছি
আমি বসন্ত হয়ে এসেছি…
শরত হেমন্ত পেড়িয়ে আবার,
তোমার দুয়ারে এসেছি,
আমি বসন্ত হয়ে এসেছি…
শরত হেমন্ত পেড়িয়ে আবার,
তোমার দুয়ারে এসেছি,
আমি বসন্ত হয়ে এসেছি…
আমার গানের সুরগুলি ওগো,
তোমার হৃদয়ও কুঞ্জে,
আমার গানের সুরগুলি ওগো,
তোমার হৃদয়ও কুঞ্জে,
আমি রজনীগন্ধা,রাতের শিউলী,
রজনীগন্ধা,রাতের শিউলী,
গন্ধ ছড়াতে এসেছি,
আমি বসন্ত হয়ে এসেছি…
তোমার ভাবনার কল্পলোকে,
আমি নহি বিরহী,
যুগে যুগে জীবন প্রবাহে,
ছড়াই আমি সুরভি,
আমি নহি বিরহী…
মিলন মালিকা যদি তাঁরা হয়ে ফোটে,
সন্ধ্যার ঘন আকাশে,
মিলন মালিকা যদি তাঁরা হয়ে ফোটে,
সন্ধ্যার ঘন আকাশে,
আমি নীদহারা চাঁদ,জোছনা বিনাদ,
নীদহারা চাঁদ,জোছনা বিনাদ,
আলো ছড়াতে এসেছি,
আমি বসন্ত হয়ে এসেছি…
শরত হেমন্ত পেড়িয়ে আবার,
তোমার দুয়ারে এসেছি,
আমি বসন্ত হয়ে এসেছি…