আমি বনফুল গো
Ami Banaphul go
ছবি-শেষ উত্তর
কথা-প্রণব রায়
সুর-কমল দাশগুপ্ত
গায়িকা-কানন দেবী
Ami Banaphul go
ছবি-শেষ উত্তর
কথা-প্রণব রায়
সুর-কমল দাশগুপ্ত
গায়িকা-কানন দেবী
আমি বনফুল গো।।
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।
বাসন্তীকার সঙ্গে আমি।।
মালিকার ও দুল গো।।
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।
বনের পরী আমার সনে
খেলতে আসে কুঞ্জবনে।
ফুল ফোটানো গান গেয়ে যায়।।
পাপিয়া বুলবুল গো।।
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।
পথিক ভ্রমর শুধায় মোরে
সোনার মেয়ে নাম কি তোর
বলি,ফুলের দেশের কন্যা আমি।।
চম্পাবতী নামটি মোর।।
লতার কোলে চাঁদনি রাতে
বাসর জাগি চাঁদের সাথে
ভোরের বেলা নয়ন কোনে
দোলে শিশির দুল গো।
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।