আমি ডুব দিয়ে রুপ দেখিলাম প্রেম নদীতে
Ami Dub Diye Rup Dekhilam Prem Nodite
Keylyrics
আমি ডুব দিয়ে রুপ দেখিলাম প্রেম নদীতে,
আল্লাহ, মুহাম্মদ,আদম তিনজনা এক নূরেতে।
সে সাগর অকুলের, আদি অন্ত নাহি তার,
নিঃশব্দে আছিল সিন্ধু আদিতে–
আচানক দিয়ে নাড়া,শব্দ করিল খাড়া,
সেইত সৃষ্টির গোড়া আদিতে আদিতে।
শব্দ আছিল কুন, শুনে তার বিবরন,
হুয়াল আসমার কারিগরীতে,
আহাদিয়াত জাতনূর,এলেমে হয় জহুর
শহুদ,অজুদ ফায়াকুনেতে কুনেতে।
জাতের এতবার চার,পুজিপাট্রা এই তার,
আরেফ পারেন ভাল বলিতে
জাত ও ছেফাত ছিল,নওবতন ঘুরে এল,
এমকানে জহুর হল, দেখিতে দেখিতে।
দীন হীন রশিদ বলে, শাহ ছাফার চরণ তলে,
জেনেছি তব কৃপা বলেতে,
সাত পাচঁ বার কারে, সাইজী মোর সৃষ্টি করে
তালিমে পাইনু সে ভেদ,বুঝিতে বুঝিতে।