শিরোনামঃ আমি চিরতরে দুরে চলে যাব
Ami Chirotore Dure Chole Jabo
শিল্পী: ফেরদৌস আরা
নজরুল সঙ্গীত
আমি চিরতরে দুরে চলে যাব
তবু আমারে দেব না ভুলিতে।
আমি বাতাস হইয়া জরাইব কেশে ,
বেণী যাবে যবে খুলিতে,
তবু আমারে দেবনা ভুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমার বহ্মে ঝুরিতে,
তবু আমারে দেবনা ভুলিতে ।।
