আমি এক নজর দেখিব তাঁরে | Ami Ek Nojor Dekhibo Tare | Kari Amir Uddin

আমি এক নজর দেখিব তাঁরে
Ami Ek Nojor Dekhibo Tare
কথা ও সুর : Kari Amir Uddin
আমি এক নজর দেখিব তাঁরে,
(ও কেউ) আমারে বলুক।।
আরে জগতের লোক
বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পুড়া বুক
জাননি প্রাণ বন্ধুয়া কার ঘরে,.
আরে জগতের লোক”
বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পুড়া বুক।
হইয়া যার প্রেমের ভিখারী
দেশ বিদেশে তালাশ গো করি
দয়া ধরি কেউ সাহায্য করুক।
(আমি) কইতে নারী হৃদয় চিরি’
আমার কি মায়া দেখুক।।
আরে জগতের লোক”
বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পুড়া বুক।
কেন দয়াল নাম ধরিয়া
বিরহীরে মারে কান্দাইয়া
দেখা দিয়া লুকাইয়া থাকুক।
(আমি) কার কাছে যাই করে দেখাই’
কলঙ্কিনী মুখ
আরে জগতের লোক’
বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পুড়া বুক।
বন্ধুয় দেখা দেয়না যবে
এই দোয়া করিও সবে
তাঁর চরণে আমার নাম লেখুক।
(দয়াল) বন্দুর পায়ে মাথা রেখে
আমীর উদ্দিন মরুক।।
আরে জগতের লোক”
বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পুড়া বুক।
আমি এক নজর দেখিব তাঁরে | Ami Ek Nojor Dekhibo Tare | Kari Amir Uddin

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *